মঙ্গলবার ০৬ মে ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | সিন্ধু জলচুক্তি বাতিল, কটি বাঁধকে নিয়ন্ত্রণ করবে ভারত

Sumit | ২৯ এপ্রিল ২০২৫ ১৯ : ৫২Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক:  সিন্ধু জলচুক্তি স্থগিত করেছে ভারত। ফলে বিরাট বিপর্যয়ের সামনে পড়তে চলেছে পাকিস্তান। ১৯৬০ সালে সই হওয়া ইন্দাস ওয়াটারস ট্রিটিকে নিয়ে এখন চিন্তায় পাকিস্তান। ইতিহাসে এই ঘটনা প্রথম ঘটল। 


কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী সি আর পাটিল বলেন, ভারত এমনভাবে তৈরি হবে যে পাকিস্তান যেন একফোঁটা জল না পায়। সেখানে কটি বাঁধকে নিয়্ন্ত্রণ করবে ভারত। এর উত্তর হল মোট ২২ টি বাঁধের জলকে আটকাবে ভারত।


এই বাঁধের মধ্যে সবথেকে বড় হল ভাকরা নাঙ্গাল। সিন্ধু নদ কৈলাস পর্বতের তিব্বতীয় মালভূমিতে উৎপন্ন হয়ে লাদাখ, গিলগিট-বালতিস্তান এবং করাচির মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে মিশেছে ৷ এর ছ'টি উপনদী - সিন্ধু, ঝিলাম, চেনাব (চন্দ্রভাগা), রাবি (ইরাবতী), সাতলুজ (শতদ্রু) এবং বিয়াস (বিপাশা)৷ শুধুমাত্র পঞ্জাব প্রদেশের মধ্যে দিয়েই প্রবাহিত হয়েছে চেনাব, ঝিলাম, ইরাবতী, বিপাশা এবং সাতলেজ ৷ এদের একসঙ্গে 'পঞ্চনদ' বলা হয় ৷ এই পাঁচটি নদী পঞ্জাব প্রদেশেরই মিঠানকোট নামক জায়গায় সিন্ধু নদের সঙ্গে যুক্ত হয়েছে ৷ এরপর সিন্ধু নদ আরব সাগরে মিশেছে ৷
এই চুক্তি অনুযায়ী সিন্ধু অববাহিকার পূর্বদিকের ইরাবতী, বিপাশা, শতদ্রু নদীর জলের সম্পূর্ণ কর্তৃত্ব ভারতের৷ আবার পশ্চিম দিকের সিন্ধু, ঝিলম ও চেনাব-এই তিনটি নদীর জলের নিয়ন্ত্রণ পাকিস্তানের হাতে৷


সিন্ধু ও তার উপনদীগুলির উৎস ভারতে৷ সেগুলি ভারতের মধ্যে দিয়ে পাকিস্তানে প্রবেশ করেছে ৷ প্রাকৃতিক নিয়মে, নদীগুলির পার্বত্য প্রবাহের অনেকটা অংশ ভারতে৷ পাকিস্তান সিন্ধুর নিম্ন অববাহিকায় অবস্থিত৷ প্রাকৃতিক নিয়মেই সেখানে জলের স্রোত ভারতের তুলনায় কম ৷


চুক্তিতে বলা আছে, পশ্চিম দিকের নদীগুলির (ঝিলাম, চেনাব, সিন্ধু) প্রবাহে কোনও বাধা দেবে না ভারত ৷ একইভাবে পূর্ব দিকের নদীগুলির (শতদ্রু, বিপাশা, ইরাবতী) প্রবাহ বইতে দেবে পাকিস্তান৷ সিন্ধু জল চুক্তি মেনে প্রতি বছর ৫৯০০ টিএমসিএফটি জল পাকিস্তানকে দেয় ভারত ৷


বিশ্বে যে দেশগুলির প্রবল জল সংকটে রয়েছে, তাদের মধ্যে অন্যতম পাকিস্তান ৷ দেশের ৮০ শতাংশ সেচ ও কৃষি হয় পূর্ব দিকের নদীর জলে৷ এই জলের ৯৩ শতাংশ ব্যবহৃত হয় দেশের সেচ ও বিদ্যুৎ উৎপাদনে৷ পাকিস্তানের প্রধান শহর করাচি, লাহোর ও মুলতান সরাসরি এই নদীগুলির জল ব্যবহার করে ৷


বর্ষার মরশুমে বৃষ্টি না হলে বা জলের প্রবাহ ঠিক না থাকলে চরম সমস্যার মুখে পড়তে হয় পাকিস্তানকে ৷ পাকিস্তানের জিডিপি'র ২৫ শতাংশ আসে এই জল ব্যবস্থা থেকে ৷

 

ভারত সিন্ধু নদের পার্বত্য প্রবাহের দেশ৷ তাই ভারতের কাছে অনেকগুলি বিকল্প আছে৷ যদিও চুক্তিতে স্পষ্ট করে বাতিলের ব্যবস্থা বলা নেই, তবু ভারত সরকার যদি সিন্ধু জল চুক্তি বাতিল করতে চায়, তাহলে স্থগিত করা অবশ্যই তার প্রথম ধাপ৷ পশ্চিম দিকের নদীগুলির (ঝিলাম, চেনাব, সিন্ধু) মধ্যে ঝিলাম নদীতে কিষাণগঙ্গা জলাধার এবং জম্মু-কাশ্মীরের বেশ কয়েকটি প্রজেক্ট রয়েছে৷ 


এই প্রজেক্টগুলি সিন্ধুর উচ্চ-অববাহিকায় অবস্থিত হওয়ার দরুন ভারত 'রিজার্ভার ফ্লাশিং' অর্থাৎ উচ্চগতিতে জল ছাড়তে পারে৷ কিন্তু, সিন্ধু জল চুক্তিতে এই কাজ করা সম্ভব নয়৷ ফ্লাশিং-এর ফলে ভারতের জলাধারও খালি হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় এবং পুরো জলাধার ভর্তি করতে বেশ কিছু দিন সময় লাগে৷ 


ভারত-পাকিস্তানের মধ্যে এই সিন্ধু জল চুক্তি অনুযায়ী, একমাত্র আগস্ট মাসে, মানে ভরা বর্ষার মরশুমেই জলাধার ভর্তি করার ছাড়পত্র রয়েছে৷ কিন্তু চুক্তি স্থগিত করলে যে কোনও সময়ে হাইস্পিড ফ্লাশিং করা যাবে এবং এর ফলে যে প্রবল জলের স্রোত তৈরি হবে, তাতে মূলত পাকিস্তানের পঞ্জাব প্রদেশের বিস্তীর্ণ অঞ্চলে প্লাবন দেখা দিতে পারে৷ এর সঙ্গে সঙ্গে পাক-পঞ্জাবে কৃষিকাজের প্রাথমিক পর্যায়ের বীজ রোপণের কাজও ক্ষতিগ্রস্ত হবে। 

 


Indus Waters India damsDeprive Pakistan

নানান খবর

নানান খবর

পাঞ্জাবের গুরুদাসপুরে গ্রেপ্তার পাক নাগরিক, ভারতে জঙ্গি অনুপ্রবেশ করানোর চেষ্টায় ইসলামাবাদ?

যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি! বুধে রাজ্যে রাজ্যে সিকিউরিটি ড্রিলের নির্দেশ কেন্দ্রের, বাজানো হবে সাইরেন

পাক হ্যাকারদের নিশানায় সামরিক বিভাগ! তথ্য চুরির চেষ্টা, অফলাইন করা হল ওয়েবসাইট: রিপোর্ট

আর কয়েকঘণ্টায় রাজ্যে রাজ্যে তুমুল ঝড়-বৃষ্টি, আগামী কয়েকদিনেও মুহুর্মুহু বজ্রপাত! আবহাওয়ার বড় আপডেট জানুন এখনই

মালিকের গোপনাঙ্গে পোষ্য কুকুরের আক্রমণ, প্রবল রক্তক্ষণে প্রাণ গেল যুবকের, হায়দ্রাবাদে হৃদয়বিদারক কাণ্ড

“ভূতের নাচে দেবতা হয়ে ওঠা”—দক্ষিণ ভারতের প্রাচীন ভূতা কোলার গল্প

“আমার দায়িত্ব”—১৯৮৪ শিখবিরোধী দাঙ্গা নিয়ে কংগ্রেসের ভুল স্বীকার করলেন রাহুল গান্ধী

'যোগ্য জবাব', শত্রুদের বড় হুঙ্কার দিয়ে দেশবাসীর চাহিদাপূরণের অঙ্গীকার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথের

পাকিস্তানকে কোণঠাসা করতে নয়া চাল, পাকিস্তানের প্যানেলিস্টদের আমন্ত্রণ জানানো নিয়ে বিরাট ঘোষণা

ভয়ঙ্কর, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল হাসপাতালের করিডর! চাপা পড়ে নিহত তিন রোগী

গঙ্গা-যমুনা-সিন্ধু নয়, জানেন ভারতের প্রাচীনতম নদী কোনটি? এখনও বয়ে চলেছে

রাজস্থানে আটক পাক সেনা, সীমান্ত পেরিয়ে ঢুকে পড়েছিলেন ভারত-সীমান্তে

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও গাড়ির সংঘর্ষ, সজোরে ধাক্কা বাইকেরও, ভয়াবহ দুর্ঘটনা প্রাণ কাড়ল ৬ জনের

'জেনেশুনে আশ্রয় দান...', পাকিস্তানি মহিলাকে গোপনে বিয়ে করায় বরখাস্ত সিআরপিএফ কনস্টেবল মুনির আহমেদ

পাকিস্তানের বিরুদ্ধে আরও এক কড়া পদক্ষেপ ভারতের, বন্ধ হল স্থল-আকাশপথে সব ডাক ও পার্সেল আদানপ্রদান

সোশ্যাল মিডিয়া